
রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় ট্রেনে কেটে দুই স্কুল ছাত্র নিহত
কুষ্টিয়ায় ট্রেনে কেটে দুই স্কুল ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল-২০১৮ :
কুষ্টিয়ায় ট্রেনে কেটে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
ঘটনাটি ঘটেছে আজ ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে পোড়াদহ রেলওয়ে ষ্টেশনের অর্ধ কি:মি: পশ্চিমে চিথলিয়া রেল গেইটে।
পোড়াদহ জিআরপি থানার ওসি আবজাল হোসেন জানান,
দৌলতদিয়া থেকে পোড়াদহে আসা ৫০৬ নং ষাটেল ট্রেন পুনরায় রাজবাড়ী যাওয়ার জন্য ইঞ্জিন ঘোরাতে চিথলিয়া গেইট পর্যন্ত যায় । এ সময় আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বড় আইলচারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে আয়াতুল্লাহ (১৪), ও একই গ্রামের বাসিন্দা এবং একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মবিন (১৩) একই হোন্ডা মটর সাইকেলে দুই জন রেল ক্রসিং এর সময় চলন্ত ইঞ্জিনের মাঝে পড়ে যায় । ট্রেনের ধাক্কায় মটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মবিন মারা যান । গুরুতর আহত অবস্থায় আয়াতুল্লাহকে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পোড়াদহ জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । মামলা নং ৬ তারিখ : ১৫/৪/২০১৭