
রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » আনন্দ বিনোদন | বক্স্ নিউজ | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করবেন কণা
পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করবেন কণা
Bijoynews : জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। আজ তার জন্মদিন। বিগত বছরের নিয়ম ভেঙে এবার ভিন্নভাবে দিনটি পালন করবেন তারকা এই গায়িকা।
ভিন্নভাবে দিনটা আসলে কেমন? প্রশ্ন করতেই কণা বলেন, ‘সকালে আরটিভির তারকালাপ-অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে দিনটি শুরু হয়েছে। খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে। আর প্রতিবছর এই দিনে আমি সাধারণত স্টেজ শো করি। তাই আজকের দিনে এবার কোনো শো রাখিনি। পরিবারের সবার সঙ্গেই দিনটি কাটাবো।’
তিনি আরও বলেন, ‘আমি খুব হ্যাপি। আমার বিশেষ কোনো প্রত্যাশা বা চাওয়া নেই। শুধু নতুন বছর এবং আমার জন্মদিনে একটাই আশা, আমি যেনো আরও ভালো ভালো গান গাইতে পারি। রেশমি চুড়ি’র মতো ধামাকা গান শ্রোতাদের উপহার দিতে চাই। আমি গানে গানে দর্শকদের আনন্দ দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’