
শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | শিরোনাম » শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা
শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা
Bijoynews : ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই মঙ্গল শোভাযাত্রা বের হয়। নতুন বছর ১৪২৫ বরণে শোভাযাত্রায় অংশ নেওয়া নারীরা পরেছেন লাল-সাদা শাড়ি। হাতভর্তি কাঁচের চুড়ি। চুলে হরেক রকমের ফুল। শিশুরাও সেজেছে লাল-সাদার সাজে। পুরুষদের সাজও তাই। পাঞ্জাবি, ধুতি, লুঙ্গি, গামছাসহ পোশাকেও রয়েছে বাঙালি সংস্কৃতির ছোঁয়া। ঢাক-ঢোল, কোলা ইত্যাদি নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা। ১৯৯০ সাল থেকে প্রতি বছর এ আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বাঙালির নিজস্ব সংস্কৃতির উৎসব পহেলা বৈশাখ এখন পরিণত হয়েছে প্রাণের উৎসবে। পুরাতন বছরের জরাজীর্ণ দূর করে নতুনের কেতন উড়িয়ে বৈশাখ এসেছে বাংলাকে নবরূপ দিতে।