দুর্নীতি বন্ধে কংক্রিটের সড়ক নির্মাণের সুপারিশ দুদকের

Bijoynews : ঢাকাই ছবির পরিচিত মুখ ববি। ক্যারিয়ারে এ যাবৎ ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই তারকা। তবে এবারই প্রথম নিজের প্রযোজনার একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির নাম ‘বিজলী’। এরই মধ্যে দর্শকরা জেনে গেছেন ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ই এপ্রিল প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির প্রচারণাসহ হল বুকিং-এর কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ববি।
ছবিটি নিয়ে তিনি মানবজমিনকে বলেন, প্রথমত এটি একটি মৌলিক গল্পের ছবি। মনে হবে এটি আমাদের আশ-পাশের চেনা পরিচিত একটি কাহিনী। একজন সৎ সাধারণ মানুষের মধ্যে যদি সুপার পাওয়ার চলে আসে, তখন তিনি সেটা কোন কাজে ব্যবহার করেন এটাই দেখানো হয়েছে ছবিতে। এখানে যেহেতু সুপার পাওয়ারের অধিকারী একজন নারী, তাই ছবির নাম ‘বিজলী’ রাখা হয়েছে। আর এ ধরনের ছবি পরিচালনার জন্য আমার মনে হয়েছে ইফতেখার চৌধুরী সেরা। তাই এটি পরিচালনার দায়িত্ব তাকে দেয়া হয়। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘বিজলী’-তে নতুন নায়ক রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ববি। একই দিনে চিত্রনায়ক আলমগীর পরিচালিত এবং আরিফিন শুভ-ঋতুপর্ণা অভিনীত ‘একটি সিনেমার গল্প’ ছবিটি মুক্তি পাওয়ার বিষয়টি প্রযোজক হিসেবে কিভাবে দেখছেন ববি? উত্তরে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি মোটেও চিন্তিত না। কারণ ঈদের সময় যেমন একসঙ্গে দুই-তিনটি ছবি মুক্তি পায় ঠিক তেমনি পহেলা বৈশাখও আমাদের দেশে অনেক বড় একটি উৎসব। এমন একটি দিন উপলক্ষে দুটি ছবি মুক্তি পেতেই পারে। এটা নিয়ে ভাবছি না। আমি চাই আমার ছবিটি সিনেমা হলে এসে আগে দর্শক দেখুক তারপর ভালো-মন্দ মন্তব্য করুক। কারণ এটা আমাদের বাংলাদেশের ছবি। আর আমার বিপরীতে নবাগত রণবীর অভিনয় করেছে। বাংলাদেশে হিরো হিসেবে সে নতুন হলেও ভারতে বেশকিছু কাজ করেছে। খুব ভালো অভিনয় করেছে এ ছবিতে। দর্শক ছবিটি দেখলেই তা বুঝবেন। ‘বিজলী’ ছবি সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া গেল ববির কাছে। তিনি জানান, এ ছবির জন্য এক বছর ভিএফএক্সের কাজ করা হয়েছে। এতে চার শতাধিক ভিএফএক্সের কাজ রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র, ভারত, ইংল্যান্ড ও বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান কাজ করেছে। এছাড়া এ ছবির শুটিং হয়েছে বিশ্বের চারটি দেশে। এর মধ্যে একটি হচ্ছে আইসল্যান্ড। এবারই প্রথম এ দেশটিতে বাংলাদেশের কোনো ছবির শুটিং হলো। এটা ছবির জন্যই দরকার ছিল বলে জানান ববি। ‘বিজলী’ ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ ’ ছবির মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু ববির। এরপর বেশকিছু ছবিতে কাজ করে দর্শকপ্রিয়তা পান তিনি। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। এদিকে ববি অভিনীত আরো কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এসবের মধ্যে একটি ছবির নাম ‘বৃদ্ধাশ্রম’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এছাড়া রাশেদ রাহার ‘নোলক’ ছবিতে শাকিব খানের বিপরীতে এবং রাজা চন্দের পরিচালনায় ‘বেপরোয়া’ ছবিতে রোশানের সঙ্গে অভিনয় করেছেন ববি। তবে বর্তমানে এসব ছবি নয়, শুধু ‘বিজলী’ নিয়েই কথা বলতে চান ববি। তার ভাষ্য, ‘বিজলী’ বড় বাজেটের ছবি। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে ভিন্ন স্বাদের এ ছবিটি উপহার দেওয়ার চেষ্টা করেছি। এ ছবিটি নিয়েই এখন ভাবতে এবং কথা বলতে চাই।