দুর্নীতি বন্ধে কংক্রিটের সড়ক নির্মাণের সুপারিশ দুদকের

পাবনা প্রতিনিধি :
“সময়ের সাথে উন্নয়নের পথে” এই অঙ্গিকার নিয়ে নতুন ধারার দৈনিক আমাদের সময় এর প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৮ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১ টার দিকে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে কেক কাটা এবং আলোচনা সভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।
পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, এনএসআই এর যুগ্ম পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মুহাম্মদ আবুল মাসুদ লাল, প্রেক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রফেসর শাহ-নেওয়াজ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার। এ সময় আমাদের সময় সাঁথিয়া প্রতিনিধি আবু ইসহাক, বেড়া প্রতিনিধি আলাউল হোসেন, ভাঙ্গুড়া প্রতিনিধি আব্দুর রহিম, চাটমোহর প্রতিনিধি খন্দকার ইত্তেখার আহম্মেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, এবং কর্মরত বিভিন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগগ্রহণ করেন।