
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » খালেদা জিয়া বর্তমান অবস্থায় নির্বাচনের যোগ্য নন : সিইসি
খালেদা জিয়া বর্তমান অবস্থায় নির্বাচনের যোগ্য নন : সিইসি
Bijoynews : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন, তাতে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে উচ্চ আদালত যদি নির্বাচন করার সিদ্ধান্ত দেন, তা হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আমি প্রত্যাশা করি, সব বাধা কাটিয়ে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক। গতকাল সোমবার দুপুরে সুপ্রিমকোর্টে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে প্রায় আধা ঘণ্টার এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘চলমান পরিস্থিতিতে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। যেহেতু আপিল করেননি, তার মানে অভিযুক্ত অবস্থায় আছেন। সুতরাং এ অবস্থায় তিনি নির্বাচন করতে পারবেন না। তার পর উচ্চ আদালতে গেলে কী রকম ডিরেকশন (নির্দেশ) আসে তার ওপরে নির্ভর করে আমাদের সিদ্ধান্ত হবে। তিনি যদি আপিল করেন এবং আদালত যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেন, সে ক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’ প্রধান বিচারপতির সঙ্গে কেন সাক্ষাৎÑ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান বিচারপতি সংবিধানের প্রথম স্থানের একজন লোক। সে হিসেবে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম। অনেক আগেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতাম। কিন্তু তিনি ব্যস্ত থাকায় আজ দেখা করতে আসলাম। সাক্ষাতে আমরা বলেছি যে, নির্বাচনের সময় আপনাদের কাছ থেকে সহযোগিতা পাই, সহমর্মিতা পাই। এ ছাড়া আর কোনো ইস্যু ছিল না।’ নির্বাচন কমিশনের অনেক মামলা উচ্চ আদালতে বিচারাধীন, এসব মামলার বিবাদী হিসেবে আপনি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন কিনাÑ এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, না না, এখানে এসে দেখা করা যায় না। কিন্তু এটা তো তার চেম্বার। মামলা-মোকদ্দমা যেগুলো আমরা ফেস করি, সেগুলো তো কোর্টের মাধ্যমে হয়, আমাদের আইনজীবী আছে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার আমরা দেই, তার ওপরে হয়।