
রবিবার, ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ | মিডিয়া | রংপুর | শিরোনাম | সংগঠন সংবাদ » নিউজডায়েরী বিডি ডটকমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিউজডায়েরী বিডি ডটকমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনাজপুর প্রতিনিধি: শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরের বিরামপুরে অনলাইন নিউজ পোর্টাল নিউজডায়েরী বিডি ডটকমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
এ উপলক্ষে দিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা, আলোচনাসভা, পুরষ্কার বিতরনী শুক্রবার (১১মার্চ) বিরামপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে নিউজ ডায়েরী বিডি ডটকমের প্রতিনিধিসহ রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন। সকালে প্রথম অধিবেশনে কর্মশালার উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবীর।
নিউজডায়েরী বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউজডায়েরী বিডি ডটকমের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আলী খাঁন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপন, দি এশিয়ান এইজের স্পেশাল করোসপনডেন্ট সালিম সামাদ, বনপা’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি, এস,এ টিভির সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন, বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে কর্মশালার উদ্বোধন করেন ১১, দিনাজপুর-৬ আসনের এম,পি’র প্রতিনিধি সায়েম সবুজ, সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন,আলোকিত সীমান্তর প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম, ফিল্যান্সিং সাংবাদিক ও গবেষক আখিদুজ্জামান, বনপা’র রংপুর বিভাগীয় কমিটি’র সভাপতি জসিম উদ্দিন, বিরামপুর এডিপি’র স্পন্সরশীপ প্রোগ্রামের ম্যানেজার নরেশ মারান্ডী, নিউজডায়েরী বিডি.কমের নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম তানিম, নিউজডায়েরী বিডি.কমের বার্তা সম্পাদক একলাছুর রহমান ও শিশু ফোরামের সদস্য মাহাবুব হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, পজিটিভ নিউজ বিডি ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক মোর্শেদ মানিক, নর্থবেঙ্গল নিউজ২৪ ডটকমের সম্পাদক ইফতেখার আহম্মদ বাবু, বীরগঞ্জ ২৪ ডটকমের সম্পাদক প্রভাষক নীলরতন সাহা নিপু, আলোছায়া ডটকমের সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ছায়াপথ ডটকম’র সম্পাদক রইচ উদ্দিন রকি, তিস্ত নিউজ ২৪ ডটকম’র সম্পাদক সরদার ফজলুল হক, ওপেন ওয়ার্ল্ড ২৪ডটকম’র এর সম্পাদক মিটুল চৌধুরি।
কর্মশালা ও প্রতিনিধি সমাবেশে নিউজ ডায়েরী বিডি ডটকমের সেরা প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপস্থিত সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগতীয়র আযোজন করা হয় এবং খেলা শেষে বিজয়ীদে মাঝে পুরস্কার বিতরন করা হয়।