
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় ডিঙ্গি’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
কুষ্টিয়ায় ডিঙ্গি’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী মূলক সংগঠন ডিঙ্গি’র উদ্যোগে সেলাই মিশন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া সাদ্দাম বাজার সংলগ্ন মূক ও বধির সমিতির কার্যালয়ে সামাজিক ও শারিরীক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে তাদের আর্থসামাজিক উন্নয়নের সহযোগিতার লক্ষে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলার সাইফুল ইসলাম মুরাদ, ডিঙ্গি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। উল্লেখ্য, ডিঙ্গি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য তাদের যথাসামান্য সহযোগিতা করে চলেছে এবং এ ধরনের কর্মকান্ডে সব সময় সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক।