
রবিবার, ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » আইন- আদালত | বক্স্ নিউজ | শিরোনাম » হাটহাজারীর অস্ত্র উদ্ধার মামলায়ও আসামি ব্যারিস্টার শাকিলা
হাটহাজারীর অস্ত্র উদ্ধার মামলায়ও আসামি ব্যারিস্টার শাকিলা
বিজয় নিউজ: চট্টগ্রামের হাটহাজারীর এক মাদরাসা থেকে জঙ্গিদের গ্রেপ্তার ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় করা মামলায় বিএনপি নেতার মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যাব। রোববার চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতের নিবন্ধন শাখায় মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭ এর কর্মকর্তা রুহুল আমিন সন্ত্রাস দমন আইনের এই মামলার এ অভিযোগপত্র জমা দেন। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, অভিযোগপত্রে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের সদস্য মাদরাসা শিক্ষার্থী ছাড়াও অর্থ যোগানদাতাদের নাম রয়েছে। ব্যারিস্টার শাকিলা ছাড়াও তার সঙ্গে গ্রেপ্তার অপর দুই আইনজীবীও এই মামলায় আসামি হয়েছেন। মামলায় মোট ৮৩ জনকে সাক্ষী রাখা হয়েছে বলেও জানান তিনি।