
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | শিরোনাম » সন্ধ্যায় চূড়ান্ত হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নাম
সন্ধ্যায় চূড়ান্ত হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নাম
Bijoynews:ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নের জন্য বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এখনো নিশ্চিত হয়নি কে পাচ্ছেন মনোনয়ন। অবশ্য সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ সন্ধ্যায় চূড়ান্ত হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নাম। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় ঘোষণা করা হবে মনোনীত প্রার্থীর নাম।
গতকাল সোমবার কর্মী-সমর্থকদের নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় মনোনয়পত্র জমা দেন মেয়র নির্বাচনে দলের টিকিট প্রত্যাশী ১৮ প্রার্থী।
যে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন-ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠক রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজি হক, মো. ফরহাদ হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, ব্যবসায়ী নেতা মো. হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. জুবায়ের আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হোসেন মেহেদী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবুল বাশার, আবেদ মনসুর, শামীম হাসান ও মেজর (অব.) ইয়াদ আল ফকির।