
শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ জগত | খুলনা | চট্টগ্রাম | জাতীয় সংবাদ | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বক্স্ নিউজ | বরিশাল | ময়মনসিংহ | রংপুর | রাজশাহী | শিরোনাম | সিলেট » অনলাইন নিউজ পোর্টাল PADMA NEWS চরম অশ্লীলতা ছড়াচ্ছে : আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি বনপা’র
অনলাইন নিউজ পোর্টাল PADMA NEWS চরম অশ্লীলতা ছড়াচ্ছে : আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি বনপা’র
বনপা নিউজ : রাজশাহীর তাসিব প্যালেস,হোল্ডিং নং-৪১৮/১, ওয়ার্ড নং -২৫,মোনাফের মোড়, রাজশাহী -৬২০৪ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল PADMA NEWS প্রতিনিয়ত অনলাইনে দেশী-বিদেশী চরম অশ্লীল (সেক্স ভিডিও) ভিডিও আপলোড করে যুব-সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । অনলাইন নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোন নিউজ পোর্টাল যদি অশ্লীলতা ছড়ায় সে নিউজ পোর্টালের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে এবং নিউজ পোর্টালটি বন্ধ করে দেয়া হবে। দু:খ জনক হলেও সত্য PADMA NEWS এর সম্পাদক ও প্রকাশক শাহানা পারভীন একজন নারী । নারী হয়ে তিনি কি ভাবে তাঁর পোর্টালে অশ্লীল ভিডিও আপলোড করে যুব সমাজকে ক্ষতি গ্রস্থ করছে তা বোধগম্য নয় ।
এ ব্যাপারে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি ও তথ্যমন্ত্রনালয়ের অনলাইন নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য শামসুল আলম স্বপন ও সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আক্তার চৌধুরী ও বনপা’র সাধারন সম্পাদক ইঞ্জি: রোকমুনুর জামান রনি স্বরাষ্ট্রমন্ত্রী,তথ্যমন্ত্রী , তথ্যপ্রতিমন্ত্রী ও তথ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করে PADMA NEWS এর প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।
বনপা নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল প্রকাশক ও সম্পাদক নারী হয়ে এতটা নীচে নামতে পারেন তা ভাবতেও অবাক লাগে। নিজ নিউজ পোর্টালে অশ্লীল ভিডিও নিয়মিত আপলোড করে নারী হিসেবে শাহানা পারভীন অত্যন্ত নীচু মনের পরিচয় দিচ্ছেন এবং জঘন্য অপরাধ করছেন। তাঁর এই অশ্লীল নিউজ পোর্টাল PADMA NEWS বন্ধ করা এবং শাহানা পারভীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গহনের জন্য বনপা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।