
সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় সংবাদ | তথ্যপ্রযুক্তি | বক্স্ নিউজ | শিরোনাম » টেলিযোগাযোগের সাফল্যে প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিলেন তারানা হালিম
টেলিযোগাযোগের সাফল্যে প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিলেন তারানা হালিম
Bijoynews : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতিত্ব দিলেন তারানা হালিম। তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাফল্য তুলে ধরার সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
রোববার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উন্নয়নের চিত্র তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘উন্নয়নের চিত্র তুলে ধরলাম এই কারণে যে এগুলো আমি একা করিনি। সাফল্য যা হয়েছে, সব সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরাও অক্লান্ত পরিশ্রম করেছেন। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য। আমি কর্মী হিসেবে কাজ করে গেছি।’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও এ সময় উপস্থিত ছিলেন।
গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। রোববার তিনি নতুন দফতরে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে তার সময়ে ডাক ও টেলিযোগযোগ বিভাগের সাফল্যের চিত্র তুলে ধরলেও এই বিভাগ সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব দেননি তারানা হালিম। তিনি বলেন, ‘সততার সঙ্গে কাজ করে গেছি। কারণ প্রধানমন্ত্রীর মতো দক্ষ দিক-নির্দেশক পেয়েছি। বিগত মিনিস্ট্রির সাফল্যের ধারাবাহিকতা এখানেও রক্ষা করব। সুন্দর কাজ বেশি বেশি উপহার দেব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ভালো কাজ করার জন্য যথন-যেখানে যাব সততার সঙ্গে কাজ করব। আমি দুর্নীতির সঙ্গে কখনও আপস করিনি, করব না, করা সম্ভব নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দুর্নীতির সঙ্গে কখন সমঝোতা হতে পারে না। এই ধারা এখানেও থাকবে।’