নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩
বিজয় নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আলীরাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঢাকা হেড কোয়ার্টাসের উপ-পরিচালক মোজাম্মেল হক জানিয়েছেন, আলীরাজ ওয়ার্কসে বিভিন্ন গার্মেন্টসের নষ্ট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বয়লার এনে েেমরামত করা হয়। শনিবার রাত ৯টার দিকে সেখানে নষ্ট একটি বয়লার মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদেরও মৃত্যু হয়। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ আল আমিন ও হাবীব। তাদের গ্রামের বাড়ি বরিশালে।