
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | মিডিয়া | শিরোনাম » জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ শাখার জরুরী সভা
জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ শাখার জরুরী সভা
স্টাফ রিপোর্টার: জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সকল সাংবাদিকদের পরামর্শ ক্রমে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইনের সাথেও মতবিনিময় সভা করা হয়েছে। জরুরী সভায় সকল অনলাইন মিডিয়ার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যাপারে গুরুত্ব দেয়া হয়। সংগঠন ও সংগঠনের সকল সদস্যদের সংবাদ পরিবেশনের পর যে কোন সমস্যা মোকাবেলায় একাট্টা হওয়ারও ঘোষণা দেন উপস্থিত সকল সাংবাদিক। প্রশ্নফাঁস, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে ইতিমধ্যে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের ভূমিকা সর্বমহলে প্রশংসনীয় হয়েছে। এভাবেই অন্যায়ের বিরুদ্ধে অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকদের একসাথে ঝাপিয়ে পড়ারও পরামর্শ দেয়া হয় সভায়।
সভায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিয়াউর রহমান জীবন, সাধারণ সম্পাদক এড. আবু হানিফ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন সরকার, কোষাধ্যক্ষ মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মো: রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদ উর রহমান, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরি সদস্য জাহাঙ্গীর আলম, মুনছুর বেপারী সাজ্জাদ হোসেন, নুরুল আমিন জুসেফ, মো: জাহিদ হাসান, শাহিন ইসলাম শাওন, মো: রাসেল ফরাজী, মো: শাহিন মিয়া, মো: শামীম হোসেন প্রমুখ।
সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন মতবিনিময়কালে বলেন, ইতিমধ্যে অনলাইন সাংবাদিকগণ বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপের বিরুদ্ধে যে কাজ করেছে তার সকল বিষয়ে আমিসহ আমার পুলিশ সার্বিক সহযোগিতা করেছে আগামীতেও করবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সবসময় আছি। মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে যে কোন সর্বদা সহযোগিতা করবে। জাতীয় অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের সবসময় পাশে আছি। তিনি আরো বলেন, পুলিশ, সাংবাদিক ও জনসাধরণ এক হয়ে মাদক প্রতিহত করা হবে। মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকল শ্রেণি পেশার মানুষকে একত্র হওয়ার ঘোষণা দেন।