
শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | শিরোনাম » ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মৌসূমের প্রথম কালবৈশাখীর হানা : ব্যাপক ক্ষতি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মৌসূমের প্রথম কালবৈশাখীর হানা : ব্যাপক ক্ষতি
বিজয় নিউজ: ঝিনাইদহ : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভাসহ ৮টি ইউনিয়নের উপর দিয়ে বুধবার সন্ধায় বয়ে যাওয়া মৌসুমের প্রথম কাল বৈশাখীর তান্ডবে জন জীবন বিধস্থ হয়ে পড়েছে। কৃষি খাতে ক্ষতির পরিমান বেসুমার। গ্রামীণ জনপদের প্রান্তিক জনগোষ্ঠির বসবাসের আবাস গৃহ কাচা এবং আধাপাকা শত শত ঘর বিদ্ধস্থ হয়েছে। রাস্তার পাশের বড়বড় গাছপালাসহ বিভিন্ন বাগানের বৃক্ষরাজিও বিপুল পরিমানে ক্ষতিগ্রস্থত হয়েছে। কৃষি ক্ষাতের বিশেষ করে দেশের পান উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত অঞ্চলটির শত শত বিঘা পানের বরজ কাল বৈশাখীর রোষানলের শিকার। বোরো মৌসূমের ফোলা ধান ক্ষেতের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায় ধানের উৎপাদন উল্লেখযোগ্য পরিমান হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কলা, পেপে, সবজী, ভুট্রাসহ চলতি মৌসূমের সকল প্রকার ফসল ব্যাপক আকারে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুতের লাইন ছিড়ে একটানা তিনদিন পর্যন্ত বলতে গেলে সমগ্র এলাকা বিদ্যুত বিহীন অবস্থায় নিপতিত। ফলে বিদ্যুত নির্ভর জনগোষ্টি যেন বর্তমান সভ্যতার স্পর্শ থেকে ক্ষনিকের জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট, ফ্রিজ, বৈদ্যুতিক বাতিসহ বিদ্যুত পরিচালিত সকল উপকরন নিয়ে সীমাহীন দুর্দশায় নাগরিক জীবন। উপজেলার পৌরসভা সংলগ্ন ফলসী ইউনিয়নের বলরামপুর গ্রামের মিন্টু, জাহিদুল, মনি, রাশিদুল, শহীদ, শওকত, লিয়াকত, মুক্তার, মুজাহিদ, ফারুখ, নিজাম উদ্দীন ও রশিদের বসত ঘর সম্পূর্ন রুপে বিদ্ধস্ত হয়ে পড়েছে। আংশিক ক্ষতি গ্রস্থ হয়েছে জাহিদুল , সুমন, সবুর খান, হাকিম, খাইরুল, খবিরসহ অনেকের ঘর। পানের বরজের ক্ষতিগ্রস্থ চাষীদের মধ্যে শামসুল আলম, মশিউর রহমান রুকু, আব্দুর রাজ্জাক, নজরুল, ইউনুচ, কাসেম, বজলু জোঃ, হাকিম জোঃ বিশেষ ভাবে উল্লেখ যোগ্য, এছাড়া একই গ্রামের আব্দুল মজিদের কলার ক্ষেত এবং আলতাব জোঃ এর ভুট্রা ক্ষেত বলতে গেলে সম্পূর্ন রুপে বিদ্ধস্থ। এছাড়া বরো ক্ষেতের ফোলা ধানের অধিকাংশই ঝড়ের কবলে পড়ায় সকল চাষীই ক্ষতিগ্রস্থ। শড়াতলা গ্রামের জিকে সেচ প্রকল্পের মেইন ক্যানালের খাস জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলো এখন খোলা আকাশের নীচে ঠায় নিয়েছে। জোড়াদহ কলেজের টিনশেড একাডেমিক ভবনটি স¤পূর্ণরুপে ক্ষতিগ্রস্থ এদিকে মান্দিয়া আইডিয়াল কলেজের টিনশেড একাডেমিক ভবনটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।া উপজেলার ভায়না, জোড়াদহ, তাহেরহুদা, ফলসী, রঘুনাথপুর, কাপসাটিয়া, চাঁদপুরসহ সকল ইউনয়ন এবং পৌরসভা এলাকায় ঘরবাড়ি, কৃষি, বনজসহ বিভিন্ন খাতে কাল বৈশাখীর সৃষ্ট তান্ডবলীলায় ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হবে বলে এলাকাবাসি সূত্রে জানা গেছে। ঝড়ে পরদিনই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এবং উপজেলা চেয়ারম্যান এ্যাড, এমএ মজিদ। তারা ক্ষতিগ্রস্থ জনপদ সরেজমিন ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।