
শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | সিলেট » বড়লেখা ও জুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কত ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন
বড়লেখা ও জুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কত ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন
বিজয় নিউজ: মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জুড়ী ও বড়লেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কত ভোট পেয়ে ৩১ মার্চ বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন। বড়লেখা ঃ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের বড়লেখা ইউনিয়নে বেসরকারিভাবে বিদ্রেহী প্রার্থীসহ আওয়ামী লীগের ৮জন ও বিএনপির ২জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বর্ণি ইউনিয়ন ঃ- এনাম উদ্দিন (আওয়ামীলীগ) পেয়েছেন ৩ হাজার ৪শত৬২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন পেয়েছেন ৩হাজার ২শত ৮৭ ভোট। নিজবাহাদুরপুর ইউনিয়ন ঃ- ময়নুল হক (আওয়ামীলীগ), পেয়েছেন ৬হাজার ৮শত ৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী আলাল উদ্দিন পেয়েছেন ৩হাজার ৭শত ৬৩ ভোট। উত্তর শাহবাজপুর ইউনিয়ন ঃ- আহমদ জুবায়ের লিটন (আওয়ামীলীগ) পেয়েছেন ৬হাজার ৫শত ২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী পেয়েছেন ৩হাজার ৮শত ৬২ ভোট। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ঃ- সাহাব উদ্দিন (বিদ্রোহী আ’লীগ) পেয়েছেন ৪হাজার ২শত ২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ আহমদ পেয়েছেন ৩হাজার ১শত ৫৫ ভোট। ) বড়লেখা সদর ইউনিয়ন ঃ-সোয়েব আহমদ (আওয়ামীলীগ) পেয়েছেন ৯হাজার ২শত ৫১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম মামুন পেয়েছেন ৩ হাজার ৯১ ভোট। তালিমপুর ইউনিয়ন ঃ- বিদ্যুৎ কান্তি দাস (আওয়ামীলীগ) পেয়েছেন ৫ হাজার ১শত ৩১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৪শত ৩৬ ভোট। দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন ঃ- এনাম উদ্দিন (আওয়ামীলীগ) পেয়েছেন ৩ হাজার ৪শত ১৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জবরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১শত ১৩ ভোট।। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ঃ- আজির উদ্দিন (আওয়ামীলীগ) পেয়েছেন ৫হাজার ৪শত ৭২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আদনানপেয়েছেন ৪হাজার ৩শত ৩ ভোট। সুজানগর ইউনিয়ন ঃ- নছিব আলী (বিএনপির) পেয়েছেন ৫হাজার ৭শত ৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম লাল পেয়েছেন ৪ হাজার ১০ ভোট। দাসেরবাজার ইউনিয়ন ঃ- কমর উদ্দিন (বিএনপির) পেয়েছেন ৪হাজার ৫শত ৫২ ভোট, নিকটতম প্রতিদন্ধী নজব উদ্দিন পেয়েছেন ৪হাজার ১শত ৫০ ভোট। জুড়ী উপজেলা ঃ জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নে বেসরকারীভাবে ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জুড়ী সদর ঃ- জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী হাজী মাছুম রেজা (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ৪শত ৮৮ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোছলেহ উদ্দিন ( আনারস) পেয়েছেন ৪ হাজার ৫শ ৬৭ ভোট। পশ্চিম জুড়ী ইউনিয়ন ঃ- চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের শ্রীকান্ত দাস (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৭২ ভোট, তার নিকটতম বিএনপি প্রার্থী হাজী মোঃ হেলাল উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৩শ ৪৭ ভোট। পূর্বজুড়ী ইউনিয়ন ঃ- চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সালেহ উদ্দিন আহমেদ ( নৌকা) পেয়েছেন ৪ হাজার ৬শ ৭৭ ভোট। তারঁ নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঈনুল ইসলাম মইন (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৯শ ২৮ ভোট। গোয়ালবাড়ী ইউনিয়ন ঃ- চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বর্তমান চেয়াম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৮শ ৩৪ ভোট, তাঁর নিকটতম বিএনপি প্রার্থী মোঃ মোস্তাক খান ( ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৩শ ৪৬ ভোট। সাগরনাল ইউনিয়ন ঃ- চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৬শ ৫২ ভোট, তাঁর নিকটতম আওয়ামীলীগ প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী খুখু ( নৌকা) ২ হাজার ৫শ ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন ।