
শনিবার, ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | ঢাকা | শিরোনাম » গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ৫টি ইউনিয়নে নির্বাচনী আমেজ নেই
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ৫টি ইউনিয়নে নির্বাচনী আমেজ নেই
বিজয় নিউজ: গোপালগঞ্জ সংবাদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পাঁচটি ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি ইউনিয়নে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তারাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন না। এক কথায় বলতে গেলে তারা নির্বাচন থেকে সরে গেছেন এমনটি বলা যায়। তাদের সাথে কথা হলে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। যে কারণে নির্বাচনী আমেজ এসব ইউনিয়নে নেই বললেই চলে। তবে মেম্বার প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
টুঙ্গিপাড়া উপজেলার বর্নি, কুশলি, পাটগাতি, ডুমুরিয়া ও গোপালপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। কিন্তু এসব ইউনিয়নে নির্বাচনী আমেজ একেবারে নেই। বর্নি ইউনিয়নে মো: শফিকুল ইসলাম, কুশলি ইউনিয়নে মো: খালিদ হোসেন ও পাটগাতি ইউনিয়নে মিলন মোল্লা বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শৈলেন্দ্রনাথ বাইন নির্বাচনী প্রচারণা থেকে সরে গিয়েছেন।
অন্যদিকে ডুমুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র ভাবে চেয়ারম্যান পদে মো: হাসমত আলি শেখ ও মৃনাল কান্তি বিশ্বাস নির্বাচন করলেও তারা নির্বাচনী মাঠ থেকে সরে গিয়েছেন। প্রচার-প্রচারণায় তারা মাঠে নামেননি। এমনকি নিজেদের পোস্টার পর্যন্ত ছাপেননি।
গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন সেন ও কবির আলম তালুকদার অনেকটা এক তরফা ভাবে নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছেন। আওয়ামী লীগ অধ্যুষিত টুঙ্গিপাড়ার এ সব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে জয়লাভ করা সম্ভব না এমন আশঙ্কা থেকেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে কয়েকজন চেয়ারম্যান প্রার্থী জানিয়েছেন। তবে এ সব ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে নির্বাচনে লড়ে যাচ্ছেন প্রার্থীরা।
এলাকায় নির্বাচনী যে আমেজ থাকার কথা সে আমেজ নেই। চায়ের দোকানগুলোও অনেকটা ফাঁকা ফাঁকা। বেচা-বিক্রিও নেই সেখানে। ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হলে গ্রাম-গঞ্জে উৎসবের আমেজে জেগে ওঠে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে শুরু করে সারারাত জেগে নির্বাচনী প্রচারণার আনন্দই আলাদা। সে আনন্দ এ সব ইউনিয়নে একেবারেই নেই বলে জানালেন ভোটাররা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণি বাওড়ে চিতল মাছের পোনা অবমুক্ত
গোপালগঞ্জ সংবাদাতা : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাওড়ে চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫এর জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাষী মোঃ আশরাফ ডুবুরী, ঈশ্বরদী, পাবনা স্ব প্রনোদিত হয়ে বর্ণি বাওড়ে তিনি ৮৪টি চিতল মাছের পোনা দান করেন। ৩০০ হেক্টর আয়তনের বর্ণি বাওড়টির চারিপার্শে ১০টি গ্রাম আছে। স্থানীয় মৎস্যজীবীসহ জনগনের মাছের চাহিদা মিটাতে বর্ণি বাওড় খুবই গুরুত্বপূর্ন। বর্ণি বাওড়ের যে কোন প্রজাতির মাছ অত্যন্ত সুস্বাদু। মৎস্য অধিদপ্তর বর্ণি বাওড়ে দেশীয় প্রজাতির মাছের সংরক্ষনের জন্য ইতিমধ্যে ৩টি স্থায়ী অভয়াশ্রম স্থাপন করেছে। বর্ণি বাওড়ে অভয়াশ্রম স্থাপনের ফলে বাওড় থেকে বিলুপ্তিপ্রায় প্রজাতির উৎপাদন ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। চিতল মাছ অবমুক্তকরনের ফলে আগামীতে বর্ণি বাওড়ে চিতল মাছের প্রাপ্যতা বৃদ্ধি পাবে। এজন্য প্রয়োজন বছরের একটি নিদিষ্ট মৌসুমে সকল প্রকার মাছ ধরা বন্ধ রাখা। চিতল মাছের পোনা অবমুক্তকরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল্লাহ্, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস, মোঃ আশরাফ ডুবুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
গোপালগঞ্জে শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিদের সম্মাননা প্রদান
গোপালগঞ্জ সংবাদাতা: গোপালগঞ্জে আন্তঃ স্কুল ও গোপালগঞ্জ সদর উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রঙ্গনে নলেজ সাচিং ফেডারেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মঈন উদ্দিন আহম্মেদ, এ্যারোমা গ্রুপের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামন, ব্যবস্থাপনা পরিচালক জালাল আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ ফরিদ আহম্মেদ শেখ, মাদারীপুর লিগ্যাল এইড এ্যাসোসিয়েশনের অর্গানাইজার তাহমিনা খানম। আলোচনা সভা শেষে রচনা, কুইজ ও চিত্রঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮১ জন এবং জিপিএ ৫ প্রাপ্ত ৯ জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলেজ সাচিং ফেডারেশনের সভাপতি মোঃ ফয়সাল মিনা।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাল্য বিয়ে থেকে মুক্তি পেল স্কুল ছাত্রী পলি
গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রশাসনের হাস্তক্ষেপে বাল্য বিয়োর অভিশাপ থেকে মুক্তি পেল ৮ম শ্রেণীর পলি।
জানা গেছে,গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হিরোণ্যকান্দি গ্রামের রওশন আলী খানের মেয়ে জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পলি খানমের সাথে একই গ্রামের ইকরাম আলীর ছেলের সাথে বিয়ে ঠিক হয়। বাল্য বিয়ের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিরুজ্জামানের নির্দেশে সহাকারি কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান বিয়ের আসরে পৌঁছালে রব,কণের পিতা পালিয়ে যায়। এ সময়ে একই গ্রামে কনের চাচা ওদুদ খান এবং বরের মামা সৈয়দ খায়ের আলীকে বিয়ের আসরে থেকে আটক করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের এক হাজার টাকা করে জরিমানা করেন। সেই সাথে সর্তক করেন ১৮ বছরে বয়সের পুর্বে পলিকে বিয়ে না দেওয়ার জন্য।