
সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম | বক্স্ নিউজ | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » খাগড়াছড়িতে সম্প্রীতির বিজয় কনসার্ট মাতাবে তাহসান
খাগড়াছড়িতে সম্প্রীতির বিজয় কনসার্ট মাতাবে তাহসান
মোঃ শাহীন আলম খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির বন্ধনে খাগড়াছড়ি শ্লোগানে, মহান বিজয় দিবসের ৪৬ বছর উপলক্ষে খাগড়াছড়িতে আজ (সোমবার) সম্প্রীতির বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হবে।
সম্প্রীতির বিজয় কনসার্টের দর্শক মাতাতে আসছেন তাহসান। প্রচারণার জন্য জেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড, ফেস্টুন টাঙানো হয়েছে। এতে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে। তাহসানের সাথে রাঙামাটির মেয়ে তিশা চাকমাও কনসার্টে সংগীত পরিবেশনার কথা রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীর নৃত্য শিল্পীদের পরিবেশনায় থাকছে নৃত্য পরিবেশনা। এছাড়া আতশবাজি, ফানুস, লেজার শোসহ থাকছে নানা আয়োজন। খাগড়াছড়ি সেনা রিজিয়ন থেকে গণমাধ্যমে প্রেরিত প্রচারপত্রে এবারের শ্লোগান রাখা হয়েছে জ্ঞান, সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির বন্ধনে খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তা বিধানের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।
এই দিকে তাহসান ভক্তরা খাগড়াছড়ি জেলার ভিবিন্ন স্থান থেকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কনসার্ট মাঠে জর হচ্ছে প্রিয় শিল্পীর মুখে গান শোনার জন্য।