
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » রসিকে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী আহত, গ্রেফতার ৭
রসিকে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী আহত, গ্রেফতার ৭
রংপুর প্রতিনিধিঃ
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মনিরুজ্জামান মাসুদ নামে কাউন্সিলর প্রার্থী এখন মৃত্যুশয্যায়। তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর ৫নং ওয়ার্ডের খটখটিয়া এলাকায় রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী মোখলেছুর রহমান তরুর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণা চলার একপর্যায়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে কাউন্সিলর প্রার্থী মোখলেছুর রহমান তরুর সমর্থকদের হাতে কাউন্সিলর প্রার্থী মাসুদ মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন।
এদিকে, খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে আহত কাউন্সিলর প্রার্থী মাসুদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। তিনি হাসপাতালের ১৯ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এদিকে, বর্তমানে উভয় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবুল মিয়া জানিয়েছেন। তিনি জানান, আহত কাউন্সিলর প্রার্থী মাসুদের ভাই ওয়াহিদুজ্জামান এ ঘটনায় মোখলেছুর রহমান তরুসহ বেশ কয়েকজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কোতয়ালী থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে। ওসি আরো জানান, এ মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান তরুকে গ্রেফতারে অভিযান চলছে।