সুন্দরগঞ্জে আজ ১২ ইউপি নির্বাচন সু-সম্পন্ন
বিজয় নিউজ: সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টির মধ্যে আজ ১২ ইউনিয়ন পরিষদ (ইউপি)’র নির্বাচন সু-সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার এসব ইউনিয়নের ১’শ ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দলীয় ৩১ জনসহ চেয়ারম্যান পদে ৯৩, সংরক্ষিত ১’শ ৮৯ ও সাধারণ সদস্য পদে ৫’শ ৩৪ জন প্রার্থী পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। এসব ইউনিয়নে ভোটারের সংখ্যা রয়েছে ২ লাখ ৭২ হাজার ৮’শ ৫৮ জন। ভোট গ্রহণ সমাপ্তি হলেও সন্ধ্যা পৌণে ৭টা পর্যন্ত কোন ফলাফল আসেনি বলে কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে। উল্লেখ, যে সব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে গুলো হচ্ছে- বামনডাঙ্গা, সোনারায়, তারাপুর, বেলকা, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, ছাপড়হাটী, শান্তিরাম, কঞ্চিবাড়ি ও শ্রীপুর। অপর ৩ ইউনিয়নের মধ্যে হরিপুরের মেয়াদ পূর্তি হয়নি। মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চন্ডিপুর ও কাপাসিয়ার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রত্যেক কেন্দ্রে সার্বিক ছিল প্রশাসনের কঠোর নজরদারী।