কোহলিকে ক্ষমা করবেন না আনুশকা
বিজয় নিউজ: আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের সম্পর্ক ভেঙে গেছে সেটা সবাই জানেন। এরই মধ্যে সম্প্রতি নতুন করে তাদের ভেঙে যাওয়া সম্পর্কটি জোড়া লাগছে বলে কানাকানি চলছিল। তবে এ গুঞ্জনকে নিমিষেই থামিয়ে দিলেন আনুশকা। প্রেমিকার ওপর রাগ করে দূরে সরে গিয়েছিলেন বিরাট। সব ধরণের সামাজিক যোগাযোগের মাধ্যম থেকেও আনফলো করে দিয়েছিলেন। সম্প্রতি টি-২০ বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ জয় এনে দেয়া এ ক্রিকেটার আবারও আনুশকার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা যায়। সম্পর্কও জোড়া লাগছে বলেও গুঞ্জন উঠেছে। তবে তারা শুধু যোগাযোগই করছেন। সম্পর্ক জোড়া লাগছে না। রাগ করে দূরে সরে যাওয়া আর সোশ্যাল সাইট থেকে আনফলো করে দেয়ার অপমান ভুলে যাননি আনুশকা। বিরাটকে কিছুতেই ক্ষমা করতে পারবেন না তিনি। বলিউড লাইফ সূত্রে এমনটাই জানা গেছে। এদিকে ওই সংবাদ মাধ্যমে আনুশকা এও জানিয়েছেন, এ মুহূর্তে তিনি বিরাটকে নিয়ে নতুন করে কিছু ভাবতে চান না। নতুন ছবি ‘সুলতান’-এর শুটিং করছেন। প্রেমঘটিত কোনো ব্যাপার আর নিজের সঙ্গে জড়াতে চান না ‘পিকে’ খ্যাত এ অভিনেত্রী। এখন নিজের ক্যারিয়ার ঘিরেই যত ভাবনা আনুশকার। তাই শুধু বিরাট নয়, অন্য কোনো পুরুষ নিজের সঙ্গে জড়াবেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।