
শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য-কৃষি | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সেরাকরদাতা অজয় সুরেকাকে সংবর্ধনা প্রদান
কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সেরাকরদাতা অজয় সুরেকাকে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অজয় সুরেকা ২০১৬-২০১৭ কর বছরের মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতা হওয়ায়, ভোরের পাখি কুষ্টিয়ার আয়োজনে ১৭ নভেম্বর শুক্রবার সকালে শহরের পুনাক ফুড পার্কে অজয় সুরেকাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অজয় সুরেকা তাঁর বক্তব্যে দ্রুত সুখি-সমৃদ্ধিশালী সোনার বাংলা গঠনে সকলকে কর প্রদানের আহবান জানান। ভোরের পাখি কুষ্টিয়ার সহ-সভাপতি নূরুল ইসলাম নুরু’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়া চেম্বর অব কসার্ম এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার তৌহিদুল ইসলাম, এ্যারিষ্ট কম্পিউটার’র প্রোপাইটর এএমএম রোকনুজ্জামান নান্টু, রাইকা শাড়ী ফ্যাশানের প্রোপাইটর হাজী রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আলী হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল আহমেদ করিম, দপ্তর সম্পাদক অলোক কুমার ঘোষ সাজু, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মা মুড়ির প্রোপাইটর বুদ্ধুদেব কুন্ডু, মসলেম হার্ডওয়ার’র প্রোপাইটর আতিয়ার রহমান, গ্রাম সরকার অটো রাইস মিলের প্রোপাইটর নুর মোহাম্মদ, কৃষি ব্যাংক কুষ্টিয়া শাখার এজিএম আব্দুস সালাম, মানবাধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নায়েব আলী মন্ডল, প্রভাতি ইন্সুরেন্স কোঃলিঃ এর ম্যানেজার শফিকুল ইসলাম লিলন, সম্পাদক তৌফিক তপন, ভোরের পাখির সদস্য ডাঃ মহেন্দ্র তুলসান, নির্মল দত্ত, টিপু, শিহাব, মতিয়ার, আলাউদ্দিন, রুরুসহ ভোরের পাখির ১৭৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে রাইকা শাড়ী ফ্যাশানের প্রোপাইটর হাজী রফিকুল ইসলাম এর সৌজন্যে সকালের খাবারের আয়োজন করা হয়।
উলেখ্য যে, গত ৯ নভেম্বর বৃহস্পিতার খুলনায় এক অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানে অজয় সুরেকার হাতে সেরা করদাতার পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। অজয় সুরেকা একইসাথে কুষ্টিয়া জেলার সেরা ভ্যাট প্রদানকারী।
এতে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার মো. ইকবাল হোসেন। অজয় সুরেকা খুলনা কর অঞ্চলের ২০১৬-১৭ কর অর্থবছরের সেরা করদাতা (কোম্পানীজ) হিসেবে খেতাব অর্জন করেন।
জানাগেছে, নানামুখী ব্যবসায়ে জড়িত সুরেকা পরিবার। বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা ডজনেরও বেশী দেশ-বিদেশী কোম্পানির স্থানীয় পরিবেশক। পরিবেশক ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশ অন্যতম। অজয় সুরেকা পরপর ৮ বার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় সুরেকা। অজয় সুরেকার গতিশীল নেতৃত্বে খুব অল্প দিনেই সুরেকা এন্টারপ্রাইজের সকল ব্যবসা সাফল্য লাভ করে। ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। তিনি অগণিত প্রতিষ্ঠানের আজীবন সদস্য। একজন সফল ব্যবসায়ী হিসেব অজয় সুরেকার প্রত্যাশা সুখি-সমৃদ্ধিশালী সোনার বাংলা গঠনে সহয়তা করা।