
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা | বক্স্ নিউজ | শিক্ষা সংবাদ | শিরোনাম » ইবির সমাবর্তন রেজিস্ট্রশন করা যাবে ২০নভেম্বর পর্যন্ত
ইবির সমাবর্তন রেজিস্ট্রশন করা যাবে ২০নভেম্বর পর্যন্ত
রাজ্জাক মাহমুদ রাজ,ইবি-কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয় চর্তুথ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে ২০ শে নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় চর্তুথ সমাবর্তন ২০১৮ ষ্টিযারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ১৫অক্টোবর শেষ সময় থাকলেও গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েটদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন কমিটি। অনলাইন ছাড়াও ঢাকাস্থ রেস্ট হাউজ(কল্যাণপুর,রোড নম্বর -৫,বাসা নম্বর-৩) ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় ফরম পুরণ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার মাধ্যমে রেজিস্টশন করা যাবে। আগামি ৭ জানুয়ারী সমাবর্তন অনুষ্ঠিত হবে।