তিন ফরমেটেই ‘বাংলাদেশের রাজা’ এখন তামিম
বিজয় নিউজ: ক্রিকেটের তিন ফরমেটেই বাংলাদেশের রাজা এখন তামিম ইকবাল খান। টেস্ট এবং ওয়ানডেতে আগেই বাংলাদেশর পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। আর শুক্রবার টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি রানের মালিক হলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব গড়লেন তিনি। বৃষ্টির কারণে এদিনের ম্যাচটি পরিত্যক্ত হয়। কিন্তু খেলা হওয়া মাত্র ৮ ওভারে ব্যাটে ঝড় তোলেন তামিম ইকবাল। ৪ ছক্কা ও ৩ চারে মাত্র ২৬ বলে ৪৭ রান করেন তিনি। এতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা সাকিব আল হাসানকে টপকে যান তিনি। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি খেলেন অপরাজিত ৮৩ রানের ইনিংস। ৪৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪ ফিফটি ও ২২.৪৭ গড়ে তামিমের রান ৯৮৯। এখন প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রানের অপেক্ষায় তামিম। অবশ্য একই পথে আছেন সাকিব আল হাসানও। তামিমের চেয়ে ১০ রান পিছিয়ে তার রানএ খন ৯৭৯। তিনি ৫ ফিফটিতে ২২.৭৬ গড়ে এই রান করেছেন। বাংলাদেশের পক্ষে ১৫৩ ওয়ানডেতে ৩১.৬৩ গড়ে সবচেয়ে বেশি ৪৭১৩ রান তামিমের। ৪২ টেস্টে ৩৯.৪৬ গড়ে সবচেয়ে বেশি ৩১১৮ রানও তামিমের।