
বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » আইন- আদালত | বক্স্ নিউজ | শিরোনাম » শেরপুরে শিশু রাহাত হত্যা : ৩ জনের ফাঁসি
শেরপুরে শিশু রাহাত হত্যা : ৩ জনের ফাঁসি
বিজয় নিউজ: শেরপুরে শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে জনাকীর্র্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক সাইয়েদুর রহমান খান। একই সঙ্গে সকলের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার মতিউর রহমান চৌধুরীর ছেলে আবদুল লতিফ (২১), একই এলাকার ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মৃত আবদুুল হাকিমের ছেলে আসলাম বাবু (২২)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১)। রায় ঘোষণার সময় দণ্ডিত ৪ জনই আদালতে উপস্থিত ছিল। গত বছরের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের শিববাড়ী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম খোকনের ছেলে এবং স্থানীয় বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আবদুল লতিফসহ কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর ৮ই আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত রাহাতের খালু লতিফসহ অপর তিন আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠালে ৩রা ফেব্রুয়ারি ৪ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর মধ্যে সকলের জবানবন্দি-জেরা এবং সর্বশেষ ২০শে মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়।