
বুধবার, ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | শিরোনাম » চুয়াডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে ২জনকে নির্যাতন
চুয়াডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে ২জনকে নির্যাতন
Bijoynews : চুয়াডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে দুইজনকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোবরগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে দশ কাঁঠা জমি লিখে দেয়ার শর্তে বিষয়টি মিমাংসা করেন তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দঁড়ি দিয়ে বেঁধে রাখার বিষয়টি আমার জানা নেই। তবে মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে তার নামে ১০ কাঁঠা জমি লিখে দেয়ার শর্তে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে।
গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার ভোরে অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশীর বাড়িতে ঢুকলে এলাকাবাসী তাদের আটক করে রাখে। পরে অভিযুক্ত নারীর স্বামীসহ তার পরিবারের লোকজন দুইজনকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দঁড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে। পরে শালিস বিচারের জন্য তাদের বাঁধন খুলে ঘরে নিয়ে আটকে রাখে। সন্ধ্যায় চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম্য মাতব্বদের নিয়ে শালিস বৈঠক করা হয়। শালিসে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর নামে ১০ কাঠা জমি লিখে দেয়ার শর্তে মিমাংসা করা হয়। আগামী রোববার ওই নারীর নামে জমি রেজিস্ট্রি করে দেয়া হবে।
তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন গাজী জানান, খবর পেয়ে বুধবার সকাল সেখানে গিয়েছিলেন। তবে তাদের বেঁধে রেখে নির্যাতনের বিষয়টি তার জানা নেই।