
সোমবার, ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ জগত | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এসময় ডাকাতদলের কাছ থেকে ১টি এলজি, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে ওসি তদন্ত সঞ্জয় কুমার কুন্ডু, ওসি অপারেশন শেখ ওবায়দুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স জুগিয়া বালিরঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩ ডাকাত কে গ্রেফতার করে। পুলিশ এসময় ডাকাতদের শরীরে তল্লাশি চালিয়ে ১টি দেশী তৈরী এলজি, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃত ডাকাতরা হলো খোকসার সাগর, আলামপুরের খোকন, পাংশার বাচ্চু। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাস ডাকাতি সহ বিভিন্ন জেলায় বাড়ি ডাকাতির অভিযোগ রয়েছে।