
শনিবার, ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০
শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলা কে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুরিয়া গ্রামে। জানা যায়, কাকুরিয়া গ্রামের মসজিদে জুম্মার নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে ওই গ্রামের লাল্টু বিশ্বাস ও রাব্বি মোল্যা বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্য়ায়ে উভয় পক্ষ মসজিদের ভিতরে মারামারি শুরু করে। পরবর্তীতে তারা উভয় গ্রুপের লোক-জন দেশীয় তৈরি লাঠিসটা, ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হয় কাকুরিয়া গ্রামের মৃত. আব্দুল বারিক মোল্যার ছেলে বকুল মোল্যা (৫০), কাউসারের ছেলে আকিদুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম, শফি মোল্যা, রবিউল মোল্যা, ভুলু মোল্যা, কবির মোল্যা, লাল্টু মেল্যা, (৬০) ও চায়না বেগম (৩৭)। আহতের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, এঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিাতি স্বাভাবিক রয়েছে।
ঝিনাইদহ বিগ স্টার ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম সিলগালা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
অবৈধ পন্থায় চ্যানেল প্রদর্শণ ও পাইরেসির অপরাধে ঝিনাইদহ বিগস্টার ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৯ টি পাইরেসি বক্স জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, ন্যাশনওয়াইড মিডিয়া বাংলাদেশে পে-চ্যানেল সমূহ জি টিভি, জি সিনেমা, জি বাংলা ও অন্যান্য সনি গ্রুপ এর সনি, ম্যাক্স, এসএবি ও অন্যান্য ডিসকভারি, এনিম্যাল প্লান্ট, টিএলসি ও অন্যান্য এইচবিও, সিএনএন, ডবি¬উবি, সিএন এবং অন্যান্য বেশকিছু চ্যানেল সমূহের একমাত্র পরিবেশক, যা সরকারের নির্দিষ্ট আইন মোতাবেক তথ্য মন্ত্রনালয়ের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন হতে লাইসেন্স ফি পরিশোধ করে ডিষ্ট্রিবিউটর লাইসেন্স গ্রহণ করে সারা দেশে ক্যাবল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের কাছে পরিবেন করা হয়। কিন্তু ঝিনাইদহ বিগ স্টার ক্যাবল নেটওয়ার্ক অবৈধভাবে চ্যানেল প্রদর্শণ ও পাইরেসি করছে এমন অভিযোগের ভিত্তিতে শহরের গীতাঞ্জলী সড়কের অফিসে অভিযান চালায়। এসময় ১৯ টি বক্স জব্দ করা হয় এবং কন্ট্রোলরুম সিলগালা করা হয়। এদিকে বিগ স্টার ক্যাবল নেটওয়ার্ক এর কন্ট্রোলরুম সিলগালা করায় বন্ধ রয়েছে সকল চ্যানেল।
ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিনম্র শ্রদ্ধায় ঝিনাইদহে জেলা হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টার দিকে সেখান থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক লিকু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সামাদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভারও আয়োজন করা হয়।
ঝিনাইদহে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের টেনিস ক্লাব মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক লিকু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সামাদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরওয়ার সউদ, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, কৃষক লীগের সভাপতি সাজেদুর ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুর আলম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমুলে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কর্মসূচীর প্রথম দিনে আওয়ামী লীগের ২’শ জন নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়।