
শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বঙ্গবন্ধু ও ৪ নেতা হত্যাকারীদের রক্ষক ছিলেন জিয়া’
বঙ্গবন্ধু ও ৪ নেতা হত্যাকারীদের রক্ষক ছিলেন জিয়া’
Bijoynews: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমগ্র জাতি যখন জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে বিনীত সোচ্চার; তখন খালেদা জিয়া ও বিএনপি নিরব। এই নিরবতা আরেকবার প্রমাণ করলো বেগম খালেদা জিয়া ও বিএনপি হত্যা, খুন, অবৈধ ক্ষমতা দখল ও সামরিকতন্ত্রের প্রত্যক্ষ সমর্থক।
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, জেনারেল জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকারীদের প্রধান রক্ষক। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বিএনপি ৭৫’র খুনী ও জাতীয় চার নেতার খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা।
তিনি বলেন, জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নিন্দা না করা এবং নিরব থাকা প্রমাণ করে বিএনপির ও খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকিস্বরুপ।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।