
বুধবার, ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
Bijoynews: কুষ্টিয়ায় জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের সভা শেষে আনুষ্ঠাকিভাবে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে বিকেল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সভা শুরু হয়। সেখানে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাতেই কুষ্টিয়ার সঙ্গে দূরপাল্লা ও স্থানীয় সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
কুষ্টিয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক লাভলু জানান, বিকেল ৪টায় তাদের মিটিংয়ে ডাকা হয়। সেখানে মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি-দাওয়া তুলে ধরা হয়। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে তাদের জানিয়েছে। এরপর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান জানান, সব পক্ষকে ডাকা হয়েছিল। আন্তরিক পরিবেশে সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের কথাবার্তা শুনেছি। যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে।
এদিকে অবরোধ প্রত্যাহারের পরই ঢাকার সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ শুরু হয়েছে। এছাড়া স্থানীয় ৫টি রুটেও বাস চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, আইনশৃংখলা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে মালিক-শ্রমিকরা হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরিবহন ধর্মঘটের আহ্বান জানায় জেলা শ্রমিক ইউনিয়ন। সন্ধ্যা ৬টা থেকে কুষ্টিয়া থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ ছিল।