
বুধবার, ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আমূল পরিবর্তন করেছেন…….হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আমূল পরিবর্তন করেছেন…….হানিফ
বিজয় নিউজ ,কুষ্টিয়া : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আমূল পরিবর্তন করেছেন। আজ বাংলাদেশ সবদিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে। বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’ বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।