
বুধবার, ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়া জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক স্বপন
কুষ্টিয়া জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক স্বপন
কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘ এক যুগ পর কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হোন রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হোন জিয়াউল ইসলাম স্বপন। এই সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের দীর্ঘ দিনের প্রতাশ্যা পূরণ হয়েছে জানান যুবলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ষড়যন্ত্র আর ক্যূ ছাড়া বিএনপির রাজনীতিতে কিছু নেই। এ ছাড়া বিএনপির কোন কাজ নেই। রোহিঙ্গাদের ত্রান প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া ত্রান প্রহসনের নামে মানবতার চরম অপমান করেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আলোচনায় আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুর রউফ, দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ নেতৃবৃন্দ।
শুরুতে কয়েক হাজার নেতাকর্মীদের সামনে সাংগঠনিক নিয়মে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান। সকাল থেকেই দলে দলে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নেয়।
সকালে খোকসা উপজেলা যুবলীগের আহবায়ক আল-মাসুম মোর্শেদ শান্ত ও যুগ্ম-আহবায়ক বাপ্পী বিশ্বাস রাজুর নেতৃত্বে ১ হাজার মোটরসাইকেল নিয়ে যোগ এই সম্মেলনে।