
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ঢাকা | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | শিরোনাম » ফরিদপুরে দুলা ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে শালিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা!
ফরিদপুরে দুলা ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে শালিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা!
ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে দুলা ভাই ও শালিকার দীর্ঘদিন ধরে অবৈধ মেলামেশায় (২৫) বছরের এক যুবতির ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে।
সরেজমিনে শনিবার সকালে ঘটনাস্থলে উক্ত ঘটনার বিষয়ে জানতে গেলে স্থানীয় কয়েকজন জানান, আমরা গত কয়েক মাস ধরে যুবতী মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে ওকে ওর শারীরিক অসুস্থতা ও অন্তঃসত্ত্বার বিষয়ে জানতে চাইলে মেয়েটি আমাদেরকে প্রথমে কিছু না বলতে চাইলেও পরে সে আমাদেরকে ওর বড় বোনের জামাই পার্শ্ববর্তী চরসুলতান পুরের ইদ্দ্রিস সেখ সাথে তার দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে শারিরীক সম্পর্কের মাধ্যমে অন্তঃসত্ত্বার ঘটনাটি ঘটিয়েছে বলে সে আমাদেরকে জানান।