
শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » আজব দুনিয়া | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » এবার স্বামীর মর্যাদার দাবিতে মেয়ের বাসার সামনে অনশন যুবকের!
এবার স্বামীর মর্যাদার দাবিতে মেয়ের বাসার সামনে অনশন যুবকের!
Bijoynews : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্ত্রী দাবি করে অনশন শুরু করেছেন এক যুবক। তার নাম রুবেল (২২)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রুবেল ওই স্কুলছাত্রীকে স্ত্রী দাবি করে অনশন শুরু করেন।
রুবেল (২২) একই উপেজলার ভানোর ইউনিয়নের কাচকালি এলাকার আসিরউদ্দিনের (কালুর) ছেলে।এতদিন বিভিন্ন দাবিতে ছেলের বাড়িতে মেয়ের অনশনের বহু ঘটনা গণমাধ্যমে আসলেও প্রথমবারে মতো গণমাধ্যমে এমন খবর এসেছে।
জানা গেছে, উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওহাব আলীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার ভানোর ইউনিয়নের কাচকালি এলাকার আসিরউদ্দিনের (কালুর) ছেলে অর্নাস পড়ুয়া রুবেলের (২২) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রুবেলকে বিয়ে করতে চাইলে বাবা ওহাব আলী বিয়ের বয়স হয়নি বলে মেয়েকে শাসন করেন।
এই ঘটনার কয়েকদিন পর অভিমান করে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী রুবেলের সঙ্গে ফের যোগাযোগ করে।
বৃহস্পতিবার বিকেলে রুবেল ওই স্কুলছাত্রীকে স্ত্রী দাবি করে ওহাব আলীর বাড়িতে অনশন শুরু করেন। তবে ওহাব আলী রুবেলের কাছে বিয়ের প্রমাণ চাইলে রুবেল তাৎক্ষণিকভাবে বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
তবে রুবেল বলেন, আমরা কিছুদিন আগা আদালতের মাধ্যমে বিয়ে করেছি। কিন্তু আমার স্ত্রীর বাবা আমাদের বিয়ে হয়েছে তা মানতে চাচ্ছেন না। আমি আদালতের কাগজপত্র আনার ব্যবস্থা করছি। আমার স্ত্রীকে না নিয়ে যাওয়া পর্যন্ত এই অনশন করে যাবো।
এদিকে মেয়ের বাবা ওহাব আলী বলেন, আমার মেয়ে মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে। এখনো সে নাবালিকা, বিয়ের বয়স হয়নি। কিন্তু রুবেল স্ত্রী দাবি করে আসছে, তার কাছে কোনো কাগজপত্রও নেই।