
সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » বগুড়ার প্রেমিক যুগল সাদুল্যাপুরে আটক
বগুড়ার প্রেমিক যুগল সাদুল্যাপুরে আটক
সাদুল্লাপুর : প্রেমের দীর্ঘ স্বপ্নের বাসর সাজাতে সিএনজি চালক মুরাদ মিয়া (২৭) এর হাত ধরে পাড়ি দিয়েছিল স্নাতক পাশ যুবতী আফিফা ফেরদৌসি (২৬)। অবশেষে প্রেমিক জুটির স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। ধরা খেল জনতার হাতে। রোববার বিকেলে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছান্দিয়াপুর এলাকায় ওই প্রেমিক জুটির চলাফেরায় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে রসুলপুর ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন।
প্রেমিক মুরাদ মিয়ার বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্র গ্রামে। সে একজন সিএনজি চালক ও আনছার আলীর ছেলে। প্রেমিকা আফিফা ফেরদৌসি একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
সিএনজি চালক প্রেমিক মুরাদ মিয়া জানান, প্রেমিকা আফিফা ফেরদৌসির সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম-ভালবাসা চলার এক পর্যায়ে বিগত ছয় বছর আগে আফিফার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেন অভিভাবক। তবুও থেমে থাকেনি তাদের মোন দেয়া-নেয়া। আফিফার বিয়ের পরও মোবাইল ফোনে কথকপন চলে আসছিল। এরই ধারাহিকতায় মুরাদের সাথে স্বপ্নের বাসর সাজাতে তিন মাস আগে, পূর্বের স্বামীকে ডির্ভোজ দেন বলে জানান আফিফা।
গত সোমবার বাড়ী থেকে ভালবাসার টানে দুজন ঘর বাধবে বলে চলে আসার পর গত বুধবার তারা সরকারী নিয়ম অনুযায়ী বিয়ে রেজিট্রি করেন বলে জানান। তারা দুজন দুজনকে ভালবেসে বিয়ে করেছেন এবং আজীবন একই সঙ্গে সুখে দুখে পাশে থেকে জীবন ধারণ করবেন জানিয়েছেন। কিন্ত বিধিবাম রোববার বিকেলে সাদুল্যাপুরের রসুলপুরে ধরা খেল প্রেমিক জুটি।
পরে স্থানীয়রা ওই যুগলদের আটক করে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম দুলার নিকট সোপর্দ করেন। পরে তাদেরকে সাদুল্যাপুর থানায় প্রেরণ করেন বলে চেয়ারম্যান দুলা মিয়া জানান।