১২০ রানে অলআউট শ্রীলঙ্কা
বিজয় নিউজ: প্রোটিয়াদের বিপক্ষে ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। তিন ওভারে ব্যাট হাতে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩০/০। কিন্তু পরে মাত্র ১২০ রানে অলআউট লঙ্কান দল। বেহারদিন, ফাঙ্গিসো ও অ্যাবট দুটি করে উইকেট নেন। সর্বোচ্চ ৩৬ রান করেন অভিজ্ঞ দিলশান। তার ৪০ বলের ইনিংসে ১টি ছক্কা আর চারটি চার মারেন তিনি। এছাড়া চান্ডিমাল ২১, শানাকা ২০ ও সিরিবর্ধনে ১৫ রান করেন। আফ্রিকার সবচেয়ে অভিজ্ঞ বোলার ডেইল স্টেইন চার ওভার বল করে সর্বোচ্চ ৩৩ রান দেন। আর চার ওভার সবচেয়ে কম ১৮ রান দিয়ে এক উইকেট নেন স্পিনার ইমরান তাহির।
সেমিফাইনালের আশা নেই দুই দলেরই। তবে মর্যাদার প্রশ্নে ম্যাচের গুরুত্বটা পরিষ্কার। সুপার টেন পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে প্রোটিয়া একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফারহান বেহারদিন। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বিশ্রামে রেখেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও ব্যাট হাতে লড়াই করতে দেখা যায় ম্যাথিউসকে। ম্যাচে ১০ রানে হার দেখে শ্রীলঙ্কা। তবে ৫৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস।