
সোমবার, ২৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » আইন- আদালত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ » নিজামী রিভিউ আবেদন করবেন মঙ্গলবার
নিজামী রিভিউ আবেদন করবেন মঙ্গলবার
বিজয় নিউজ: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আগামীকাল মঙ্গলবার রিভিউ আবেদন করবেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী। আজ সাংবাদিকদের এ কথা জানান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৬ই জানুয়ারি নিজামীর মানবতাবিরোধী অপরাধ মামলার সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। গত ১৫ই মার্চ ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। আইন অনুসারে পরোয়ানা শোনার পর থেকে নিজামী আপিল বিভাগের চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের রিভিউ আবেদন করতে পারবেন ১৫ দিনের মধ্যে, যার শেষ দিন বুধবার (৩০ মার্চ)। একদিন বাকি থাকতেই এ আবেদন করা হবে বলে জানিয়েছেন নিজামীর ছেলে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।