
সোমবার, ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ জগত | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক
কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক
Bijoynews : কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিবুল ইসলাম সোহাগ (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ইবি থানার লক্ষিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে লক্ষিপুর গ্রামের মামুন মিয়ার ছেলে ও ইবি স্থানীয় খাতের আলী কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকের তথ্য নিশ্চিত করেন। ওসি রতন শেখ জানান, লক্ষিপুর গ্রামের সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১। এর ভিত্তিত্বে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।