
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাফল্য দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো বিনিয়োগ আসছে —ডেপুটি স্পীকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাফল্য দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো বিনিয়োগ আসছে —ডেপুটি স্পীকার
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতিরই তিনি বিশ্বনেতা হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন তিনি বিশ্বমানবতার প্রতিক।
তিনি শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি ও জাঙ্গালিয়া গ্রামে ২৫০টি বিদ্যুৎ লাইনের সুইচ টিপে পল্লী বিদ্যুতের উদ্বোধনকালে এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ওয়াহিদুজ্জামান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হুদা দুদু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ওই উন্নয়নের সাফল্য দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বিনিয়োগ আসছে। তিনি বলেন, দেশের ৭০ ভাগ এখন বিদ্যুতের আওতায় এসেছে। আগামী ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে যাবার প্রাক্কালে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
গাইবান্ধায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গাইবান্ধা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে শনিবার ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো: আবু ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাঠের বাজার আবু বকর সিদ্দিক ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: সাইদুর রহমান, দারুল হুদা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিয়া, মহিমাগঞ্জ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মো: আব্দুর নূর সরদার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আইন শাখার মো: হাসিবুর রহমান, রেজিস্ট্রার মো: বেলায়েত হোসেন প্রমুখ। এই প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ২৩ জন প্রতিযোগি অংশ নেয়।
সাঘাটায় মেডিকেল ক্যাম্প
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন সদরে গতকাল শনিবার দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স ক্যাডেটের উদ্যোগে এবং সাঘাটা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে দেড় সহস্রাধিক অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এতে গাইনী, শিশু রোগ, চর্ম রোগ, চক্ষু রোগসহ অন্যান্য রোগের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ১টি করে ঘর, ১২টি ল্যাট্রিন এবং ২টি নলকুপ হস্তান্তর করা হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয় করা হয়। এই সংগঠনের সাধারণ সম্পাদক রাজবাড়ি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মকসুদা পারভীন এবং সহ-সভাপতি জিন্নাতুন্নাহার এর নেতৃত্ব দেন। সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন।