শারজায় নিহত এক বাংলাদেশী
বিজয় নিউজ: শারজায় নিহত হয়েছেন এক বাংলাদেশী যুবক। তিনি একটি হোটেলে কাজ করতেন। হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন । প্রতিদিনের মতো গত শনিবার তিনি কর্মস্থল থেকে খাবার ডেলিভারি দিতে বের হন। কিন্তু তাড়াতাড়ি ওই ডেলিভারি দিতে গিয়ে একটি গাড়ির সঙ্গে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ওই হতভাগ্য বাংলাদেশী নিহত হন। ঘটনাটি ঘটে শারজাহর মুয়াইল্লাহ নামক স্থানে। তৎক্ষণাৎ শারজাহ পুলিশ ঘটনাস্থলে ফোর্স এবং এম্বুলেন্স পাঠায়। দুর্ঘটনায় ওই বাংলাদেশী মাথায় প্রচণ্ড আঘাত পান। তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দুর্ভাগ্যবশত তার মাথায় অস্ত্রোপচারের আগেই মারা যান তিনি। শারজাহ সিআইডি টিম তদন্তের জন্য ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সবাইকে সঠিকভাবে ট্রাফিক নিয়ম কানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করা হয়েছে।