
শনিবার, ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | শিরোনাম » কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বিজয় নিউজ: রাশেদুজ্জামান রিমন, মিরপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস, পুলিশ সুপার প্রলয় চিসিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ নওয়াব আলী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা, জেলা আত্তয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগার আলী, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, মিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জোয়াদ্দার, সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। পুষ্পমাল্য অর্পন শেষে সূরা ফাতেহা পাঠ করা হয়। এরপর কুষ্টিয়া মজমপুর গেটস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচা করা হয়।
অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার।