
শনিবার, ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক সংস্কারে ব্যাপক দুর্নীতি
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক সংস্কারে ব্যাপক দুর্নীতি
বিজয় নিউজ: দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া-দৌলতপুর সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের অধিনে মোজাহার এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সংস্কার কাজ করছে।
জানা যায়, সড়কের ভেড়ামারার সাতবাড়িয়া হতে দৌলতপুর থানা বাজার পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার সড়ক সংস্কার কাজটি ৬ কোটি ৭০ লাখ টাকায় পায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান।
এলাকাবাসী জানান, কাজ শুরুর দিন থেকে রাস্তা নিমার্ণে পাথর ও বিটুমিনসহ ও অন্যান্য মালামাল কম দেওয়ায় রাস্তার কাজের মান অতি নিম্ন মানের হয়েছে। এ ছাড়া মালামাল কম দেয়া ও সঠিক মাপের রোলার প্রয়োগ না করায় রাস্তায় উঁচু নিচু ও ঢেউয়ের সৃষ্টি হয়েছে। যা দুই এক মাসের বেশি স্থায়ী হবে না বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার সরেজমিনে কল্যাণপুর থেকে তারাগুনিয়া মোড় ও দৌলতপুর এলাকায় একই অবস্থা দেখা গেছে। তাছাড়া নুড়ি পাথরের কোনো মিশ্রণ না করে শুধুমাত্র গুড়া পাথর ব্যবহার করা ও বিটুমিন কম দেয়ায় রাস্তার এ অবস্থা বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এছাড়া দেড় ইঞ্চি পুরু কার্পেটিং করার কথা থাকলেও কোথাও ১ ইঞ্চি বা তারও কম করা হয়েছে।
এ ব্যাপারে জানার জন্য ঠিকাদার বা তাদের কাউকে পাওয়া যায়নি। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন হায়দারের উপস্থিতিতেই এমনভাবে রাস্তার কাজ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এলাকাবাসী বারবার অভিযোগ করার পরও ঐ নির্বাহী প্রকৌশলী কোনো পদক্ষোপ নেননি বলে তারা জানান।
এ সব অভিযোগ অস্বীকার করে জিয়াউদ্দিন হায়দার বলেন, কাজের মান ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।