
বুধবার, ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় সংবাদ | পজেটিভ বাংলাদেশ » ভবন ও বাড়ি রং করতে সাঈদ খোকনের আলটিমেটাম
ভবন ও বাড়ি রং করতে সাঈদ খোকনের আলটিমেটাম
বিজয় নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ভবন ও বাড়িঘরে রং করতে আলটিমেটাম দিয়েছেন মেয়র সাঈদ খোকন। এজন্য ৩ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে এ নির্দেশনা মানতে ব্যর্থ হলে ভবন মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আমরা চাই এই শহরটাকে সুন্দর করতে। যে যার জায়গা থেকে যদি একটু সচেতন হই তাহলেই তা সম্ভব। পরিচ্ছন্নতার ধারণা শুধু বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে ২০১৬ সালকে তিনি পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, অনেক ভবন নির্মাণ করা হলেও প্লাস্টার করা হয় না। আবার প্লাস্টার করা হলেও রং বা চুনকাম করা হয় না। যার ফলে ভবনের স্থায়িত্ব যেমন নষ্ট হয়, তেমনি স্বাস্থ্যের জন্যও এসব বাড়িঘর হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, আমরা ঢাকা দক্ষিণের শুধু সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নয় স্বাস্থ্যের বিষয়টিও নিশ্চিত করতে চাই। বাড়ি ও ভবনের মালিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, আগামী ৩ মাসের মধ্যে মালিকরা যদি ভবন ও বাসাবাড়ি রং করে বাড়ির স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করেন তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা, অনাদায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে সকল ভবন মালিককে চিঠি দিয়ে অবহিত করা হবে বলে জানান তিনি। এই আদেশ অমান্য করলে ভবন মালিকদের প্রতিদিন ৫০০ টাকা হারে জরিমানা দিতে হবে। মেয়র বলেন রংবিহীন স্যাঁতসেঁতে ভবন বিভিন্ন রোগের উৎস। আর তাই নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি বাড়ির ভেতর ও বাহির রং করার নির্দেশ দেন তিনি। সিটি করপোরেশনের নির্দেশনা না মেনে মালিকরা যদি বাড়ি বা ভবন রং না করেন তাহলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবনগুলো রং করে দেয়া হবে। এই রং করা বাবদ যে অর্থ ব্যয় হবে তা পরে ভবন মালিকদের কাছ থেকে ট্যাক্স আকারে আদায় করা হবে। যাদের বাড়িতে আঙিনা রয়েছে মেয়র তাদের উদ্দেশ্যে বলেন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে। এতে নগরী দেখতে যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনি স্বাস্থ্যকরও হবে। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।