
শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » রংপুর | শিরোনাম » তেঁতুলিয়া উপজেলা পরিষদ কার্যালয় ভাংচুর টিয়ারশেল নিক্ষেপ : ওসি সহ চার পুলিশ সদস্য আহত
তেঁতুলিয়া উপজেলা পরিষদ কার্যালয় ভাংচুর টিয়ারশেল নিক্ষেপ : ওসি সহ চার পুলিশ সদস্য আহত
ডিজার হোসেন বাদশা পঞ্চগড় প্রতিনিধি।।
তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে ফল বাতিল করে ভোট পুণঃ গণনার দাবিতে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও, বিক্ষোভ, ভাংচুর করেছে ভোটে পরাজিত আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী তাহমিদ মিল্টনসহ তার নেতাকর্মীরা। গত ২২ মার্চ সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের সাথে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। তিনি উপজেলার ২নং তিরনই হাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছিলেন। নির্বাচনে বিএনপি বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৫১১৮ ভোটে বেসরকারীভাবে জয়ী হন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তাহমিদ মিল্টন নৌকা প্রতীকে নিয়ে ৪৯৭৪ ভোট পান।
অল্প ভোটে ব্যবধানে জয়লাভ করতে না পেরে ফলাফল প্রত্যাখান করে পুনরায় ভোট গণনা দাবীতে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতি অবনতি হলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় বিক্ষোব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে এবং উপজেলা পরিষদ কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাংচুর করে। এসময় ওসি সরেস চন্দ্রসহ চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাটির চরম অবনতি হলে তা নিয়ন্ত্রনে আনতে চার রাউন্ড ফাঁকা টিয়ারশেল ছুড়ায় বিক্ষোব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে। এ সময় ওসিসহ ৪ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মডেল থানা অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র রায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত ঘটনাটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন।